Home Media & Press ‘আইন বাস্তবায়নে সদিচ্ছার ঘাটতি রয়েছে’

‘আইন বাস্তবায়নে সদিচ্ছার ঘাটতি রয়েছে’

by

অর্থ পাচার এক ধরনের ক্যান্সার। এর ফলে আমাদের জাতীয় অর্থনীতির পরিধি সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার আইনি কাঠামো করলেও তা বাস্তবায়নে সদিচ্ছার ঘাটতি রয়েছে। তাই অর্থ পাচার প্রতিরোধে আইনের সংশোধন, কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে হবে-এমন মন্তব্য করেছেন বলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘অর্থ পাচার রোধে রাজনৈতিক জবাবদিহিতা’-শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক ছিলেন-অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এসএম মোর্শেদ, ড. শাহ আলম চৌধুরী, সাংবাদিক কাবেরী মৈত্রেয় ও দৌলত আক্তার মালা। প্রতিযোগিতায় সরকারি দল নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে বিরোধী দল প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। …..read more

You may also like

Leave a Comment